The governor has no power to remove me, the explosive comments of the assembly speaker
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দুই বিধায়কের শপথ নিয়ে জটিলতা কাটলেও বিতর্ক কমলো না, বরং বাড়লো। আর সেই বিতর্কের মধ্যেই রাজ্যপাল কে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। জানালেন আমাকে অপসারনের কোনো ক্ষমতা নেই রাজ্যপালের।নানান টালবাহানার পর শেষমেশ শুক্রবার রাজ্য পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ বাক্য পাঠ করলেন উপ নির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়ক। এদিকে সোশ্যাল মিডিয়ায় রাজ্যপালের একটি পোস্ট বুঝিয়ে দিল জটিলতার অবসান হলেও বিতর্কে দীর্ঘায়ু হতে চলেছে। এদিন সমাজ মাধ্যমে রাজ্যপাল যা পোস্ট করেছেন তা থেকেই স্পষ্ট হয় সাংবিধানিক আইন মেনে এই শপথ অনুষ্ঠিত হয় নি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় একটি রীতির কথা বলেছেন। কিন্তু রীতি সংবিধানিক আইনের ঊর্ধ্বে হতে পারে না। রাজ্যপালের করা এই পোস্ট নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “রাজ্যপালের সোশ্যাল মিডিয়ার পোস্ট কে আমি গুরুত্ব দিতে নারাজ।” তিনি আরো বলেন, “রাজ্যপাল যদি এই বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়ে থাকেন তাহলে আমি খুশি। আমি তো আগেই রাষ্ট্রপতিকে বিষয়টি জানিয়েছি।” এর পরেই বিস্ফোরক মন্তব্য করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি যা করেছি বিধানসভার আইন মেনেই করেছি। আমাকে অপসারণ করার কোন ক্ষমতা রাজ্যপালের নেই।” অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যই বুঝিয়ে দিচ্ছে যে উপনির্বাচনের জয়ী হওয়া দুই বিধায়কের শপথ পাঠ নিয়ে আর পিছনে ফিরে তাকাতে রাজি নয় রাজ্য বিধানসভা।।