7 pilgrims died in Bihar’s Siddheswarnath temple, many injured
দেশ
মুনমুন রায়, প্রতিনিধি :
বিহারের জেহানাবাদে মর্মান্তিক দুর্ঘটনা। শ্রাবণ মাসের চতুর্থ সোমবার মহাদেবের জলাভিষেকের জন্য বিহারের সিদ্ধেশ্বরনাথ মন্দিরে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। সেখানেই ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৭ জন পুণ্যার্থীর। মৃতদের মধ্যে ৫ জন মহিলা। পাশাপাশি আহত হয়েছেন আরও অনেকে জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জেহানাবাদের স্টেশন ইনচার্জ দিবাকর বিশ্বকর্মা বলেন, মৃত ৭ জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে রবিবার রাত থেকে পুণ্যার্থীদের ভিড় জমতে থাকে সিদ্ধেশ্বরনাথের মন্দিরে। রাত ১২টা নাগাদ ভিড়ের চাপ ব্যাপক আকার নেই। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই চত্ত্বর থেকে বেরিয়ে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায় তাতেই পদপিষ্ট হয়ে প্রাণ হারান ৭ জন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেহানাবাদের স্টেশন ইনচার্জ দিবাকর কুমার বিশ্বকর্মা। পুলিশ সুপার ও জেলাশাসকও ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দিবাকর বিশ্বকর্মা বলেন, মৃত ৭ জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।