RJD leader shot dead in Bihar, charges against Nitish government, RJD demands encounter with criminals
জানা গিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় পঙ্কজ বাড়ির কাছে একটি কাপড়ের দোকানে গিয়েছিলেন। সেই সময় তিন দুষ্কৃতী বাইকে করে এসে চড়াও হন পঙ্কজ এর উপর। কোনমতে সেখান থেকে বেরিয়ে দৌড়াতে থাকেন তিনি। দুষ্কৃতিরাও বাইক থেকে নেমে পঙ্কজ কে ধাওয়া করতে থাকে। বাড়ির সামনে পংকজের ওপর এলোপাথাড়ি গুলি করতে থাকে দুষ্কৃতীরা। গুলির আওয়াজ শুনে বাড়ি সদস্যরা বেরিয়ে এলে ক্ষতবিক্ষত অবস্থায় পঙ্কজ পড়ে রয়েছেন । তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ জানিয়েছেন মোট তিনটি গুলি লেগেছে পঙ্কজকে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই হত্যাকাণ্ডে নীতীশের দল জেডিইউ-র দিকে আঙুল তুলেছেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘নীতীশ কুমারের নেতৃত্বে NDA-র গুন্ডারা রাতে হাজিপুরে কাউন্সিলর পঙ্কজ কুমারকে গুলি করে হত্যা করেছে। মুখ্যমন্ত্রী ও দুই উপ-মুখ্যমন্ত্রী আরাম করে ঘুমাচ্ছেন, আর তাদের গুন্ডারা গুন্ডামি চালিয়ে যাচ্ছে।’
আরজেডি বিধায়ক মুকেশ রোশন সরাসরি ডিজিপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন। বিধায়ক বলেন, অপরাধীদের এনকাউন্টার করার দাবি জানিয়েছেন বিধায়ক মুকেশ রোশন।
আজ বুধবার হাজিপুর বনধের ডাক দেওয়া হয়। নিহত পঙ্কজ রাই হাজিপুর সদর থানা এলাকার দীঘি কলা পশ্চিমের বাসিন্দা। তিনি হাজিপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।