20 people died after consuming alcohol in Bihar, police formed a seat for investigation
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিহারে মদ বিক্রি নিষিদ্ধ। সেই ‘ড্রাই’ রাজ্যেই বিষমদ খেয়ে মৃত্যু হল ২০ জনের। গতকালই ছাপড়া জেলার সিওয়ানে বিষমদ খেয়ে মৃতু হয়েছিল ৮ জনের। বৃহস্পতিবার জানা গিয়েছে, মৃত্যু হয়েছে মোট ২০ জনের। আরও কয়েকজন হাসপাতালে ভর্তি। সিওয়ান ও পার্শ্ববর্তী সারন জেলায় ঘটনাটি ঘটেছে। আর অনেকে অসুস্থতা সত্ত্বেও হাসপাতালে ভর্তি হননি বলে আশঙ্কা করা হচ্ছে। অসুস্থদের খোঁজে গ্রামে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই ঘটনায় পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আট জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
আট বছর আগে বিহারে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তার পরও বিহারে একাধিকবার বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সিওয়ান ও পার্শ্ববর্তী সারন জেলায় বিষমদ খেয়ে পরপর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এখনও পর্যন্ত পাওয়া খবরে ২০ জনের মৃত্যু হয়েছে। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এই আশঙ্কায় অসুস্থ হয়েও হাসপাতালে কেউ কেউ ভর্তি হননি বলে আশঙ্কা। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।