Decomposing bodies were recovered by digging the ground in Bidhan Sarani
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিধান সরণিতে পচাগলা দেহ উদ্ধার। কাশি বোস লেনের মুখে কয়েকদিন আগে ট্রাম লাইনের পাশ থেকে পাইপ লাইনের কাজ হয়। শনিবার সকাল থেকেই গন্ধ বেরোতে শুরু করে। তারপরেই মাটি খুঁড়ে উদ্ধার করা হয় দেহ।
সূত্রের খবর অনুযায়ী, জানা গিয়েছে উদ্ধার হওয়া মৃতদেহ এক মহিলার। মৃতার নাম বা পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
ঘটনাস্থলে আসে বটতলা থানার পুলিশ। পুলিশ আসার পরেই মাটি খুঁড়ে এক মাঝ বয়সী মহিলার দেহ উদ্ধার করা হয়েছে। দ্রুত স্থানীয় কাউন্সিলর ১৭ নম্বর ওয়ার্ডের মোহন গুপ্তাকে খবর দেওয়া হয়।
কাশী বোস লেনের উপর রাস্তায় কাজ চলছিল। সেই সময় শ্রমিকরাই রাস্তা খোঁড়ার সময় ওই দেহের কিছু অংশ দেখতে পায়। স্থানীয় সূত্রে খবর, ওই দেহে মুখের মধ্যে কিছু গোঁজা ছিল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।রাস্তার কাজ চলছে কাশি বোস লেনে ক্ষুদিরাম কলেজের কাছে। সেখানেই গর্ত থেকে একটা পচা গলা দেহ পাওয়া গেছে। উদ্ধার হওয়ার পর দেহ পার্শবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। দেহটি এখনও শনাক্ত করা যায়নি।