Munmun Sen’s husband Bharat Deb Verma passed away
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: স্বামীকে হারালেন মুনমুন সেন। প্রয়াত রাইমা ও রিয়া সেনের বাবা ভরত দেববর্মা। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে। সেখান থেকে অ্যাম্বুল্যান্স আসার আগেই সবকিছু শেষ হয়ে যায়।
৪৬ বছর আগে ভরত দেববর্মাকে বিয়ে করে ত্রিপুরার রাজ পরিবারের বৌমা হন সুচিত্রা সেনের একমাত্র কন্যা মুনমুন সেন।ত্রিপুরার রাজ পরিবারের সদস্য ভরত দেববর্মার মাতামহী ইলা দেবী কোচবিহারের রাজকুমারী ছিলেন। আর ইলা দেবীর বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানি ছিলেন। তাঁর পিতামহী ইন্দিরা ছিলেন বরোদার মহারাজা সায়াজিরো গায়কোয়াড়ের একমাত্র মেয়ে।