Bengal team got three points against Karnataka
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: শক্তিশালী কর্ণটকের ডেরা থেকেই তিন পয়েন্ট নিশ্চিত করে নিল বাংলা দল। রঞ্জি ট্রফির ম্যাচে বিহার এবং কেরলের বিপক্ষে পয়েন্ট নষ্ট হয়েছিল বাংলার। তবে সেটা ছিল আবহারওয়ার কারণে। ফলে কর্ণাটকের বিরুদ্ধে পয়েন্ট পেতেই হত বাংলা দলকে। সেই কাজই করে দেখালেন ইশান পোড়েল, সুরজ সিন্ধ জয়সওয়ালরা। বাংলার ৩০১ রানের জবাবে প্রথম ইনিংসে ২২১ রানেই অলআউট হয়ে গেল মায়াঙ্ক আগরওয়াল, মণিশ পাণ্ডেদের কর্ণাটক দল। ফলে প্রথম ইনিংসে ৮০ রানের লিড নিল বাংলা। প্রথম ইনিংসে লিডের সৌজন্যেই তিন পয়েন্ট নিশ্চিত করে ফেল লক্ষ্মীরতন শুক্লার দল। ম্যাচ না হারলে পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ার সুযোগ থাকছে বাংলা দলের কাছে।