Bengal got the title of excellence before the start of Durga Puja
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো শুরুর আগেই বড় সম্মান পেল রাজ্য সরকার। এর ফলে রাজ্যের স্বস্তি কিছুটা বাড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগের জন্য শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এরপরই নিজের এক্স হ্যান্ডেলেই সেই খবর পোস্ট করে রাজ্যবাসিকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এই শিল্পের সঙ্গে যুক্ত নারীদের ধন্যবাদ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘দেবীপক্ষের প্রাক্কালে ঘোষণা করতে পেরে গর্বিত যে ভারত সরকারের MSME মন্ত্রক দ্বারা প্রকাশিত MSME বার্ষিক প্রতিবেদন 2023-24-এ পশ্চিমবঙ্গ মহিলাদের মালিকানাধীন ল্যান্ডস্কেপে শীর্ষ স্কোরার হিসাবে আবির্ভূত হয়েছে ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই)। আশ্চর্যজনকভাবে, রাজ্যটি মহিলাদের মালিকানাধীন সমস্ত MSME-এর ভাগে প্রথম স্থান অধিকার করে, সারা দেশে মহিলা মালিকানাধীন উদ্যোগগুলির একটি চিত্তাকর্ষক 23.42% এর জন্য দায়ী৷ এই চিত্রটি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গের প্রগতিশীল দৃষ্টিভঙ্গি তুলে ধরে এবং রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা তুলে ধরে।’