Battleground outside Yuva Bharati, East-Mohan supporters protest over RG Kar, police accused of lathi-charge
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: যুবভারতীর বাইরে রণক্ষেত্র পরিস্থিতি। কলকাতার তিন প্রধানের সমর্থকরা জমায়েত করেছেন সল্টলেক স্টেডিয়ামের সামনে। যুবভারতী সংলগ্ন এলাকায় রবিবার বিকেল ৪টে থেকে রাত ১২টা অবধি ১৬৩ ধারা জারি করা হয়েছে। ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট-মোহন আজ মিলেমিশে গিয়েছে। আজ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান নয়, যুবভারতীতে দুই প্রতিপক্ষর সমর্থকা একজোট হয়েছেন। আর জি কর কাণ্ডের পাশাপাশি ডার্বি বাতিল- জোড়া প্রতিবাদে শামিল হয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে মুখর হয়েছেন। ফুটবলপ্রেমীদের পুলিশের পক্ষ থেকে ভিআইপি গেটের ২০০ মিটার দূরে সরে গিয়ে প্রতিবাদ করতে বলা হয়েছিল। তাঁরা সেটাই মেনে ভিআইপি গেট থেকে দূরে সরে যান। কিন্তু তারপরও ফুটবলপ্রেমীদের উপর লাঠিচার্জ শুরু করে পুলিশ।
রবিবার ছিল ডুরান্ড কাপের ডার্বি। আর জি কর কাণ্ডের প্রতিবাদে গ্যালারিতে ‘প্রতিবাদী’ টিফো নামানোর পরিকল্পনা করে দুই প্রধান মোহনবাগান-ইস্টবেঙ্গলের সমর্থকরা। এর মাঝেই আচমকা শনিবার দুপুরে বাঙালির বড় ম্যাচ বাতিল করে ডুরান্ড কর্তৃপক্ষ।
রবিবার সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত পুলিশ কমিশনার (বিধাননগর জোন) অনীশ সরকার জানান, “কিছু লোক, কয়েকটি সংগঠন ম্যাচে অশান্তি পাকানোর চেষ্টা করছিল। আমরা আগাম সেই খবর পেয়েছিলাম। বিষয়টি ডুরান্ড কর্তৃপক্ষকে জানানো হয়। উপস্থিত ৬০-৬২ হাজার দর্শকের নিরাপত্তার কথা ভেবেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।”