December 14, 2024 2:44 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 14, 2024 2:44 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Bashi Hut incident: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে কুপিয়ে খুন, গ্রেফতার ২

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Called from home, shot and killed, arrested 2

বসিরহাট

নিজস্ব সংবাদদাতা:আনন্দ সরকার নামে এক ব্যক্তিকেগুলি করে কুপিয়ে খুন। ঘটনাটি বসিরহাট থানার নাকুয়াদহ এলাকার। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ।

অভিযোগ, সোমবার রাতে আনন্দ সরকারকে ডাকতে কয়েক জন বাড়িতে আসেন। এর পর আনন্দকে তাঁর বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাঠের পাশে নিয়ে গিয়ে সেখানেই তাঁকে প্রথমে গুলি করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। এরপর থেকে এলাকায় উত্তেজনা তৈরি হয়। মঙ্গলবারও এলাকা থমথমে। পুলিশ এবং র‍্যাফ মোতায়েন রয়েছে।

কিন্তু কি কারণে ঘটনাটি ঘটেছে? আনন্দ সরকারের বাবা ও স্ত্রীর দাবি, একটি জমি কিনেছিলেন আনন্দ। সেই জমি নিয়ে বহুদিন ধরেই ঝামেলা হচ্ছিল। এ নিয়ে অভিযোগের আঙুল এলাকার বাসিন্দ মধু গাইন, মিহির গাইনদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, আচমকা গুলির শব্দ শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে আনন্দকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তখনই থানায় খবর দেওয়া হয়।

স্থানীয় সূত্রে খবর, আনন্দ ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি-রফতানির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। কয়েক বছর আগে সীমান্ত দিয়ে চোরাচালান ব্যবসা করার অপরাধে গ্রেফতার হন আনন্দ। কিছু দিন জেলেও ছিলেন তিনি। ছাড়া পাওয়ার পরে আমদানি-রফতানির ব্যবসার সঙ্গে যুক্ত হন।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top