Arjun tried to kill Somnath Shyam, Partha alleged
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি কাণ্ডে আজ সিআইডির তরফে ভবানি ভবনে ডাকা হয় বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে। তিনি দাবি করলেন, তাঁদের এবং বিজেপির অনেক নেতাদের ওপরই নাকি রাশিয়ান রসায়নিক প্রয়োগ করে তাঁদের খুনের চক্রান্ত করা হচ্ছে। এরপর ব্যারাকপুরের বর্তমান সাংসদ এদিন গেছিলেন ব্যারাকপুরের ভাইস চেয়ারম্যানের বাড়িতে । সেখানে গিয়ে তিনি দাবি করলেন সোমনাথ শ্যামকে নাকি খুন করতে চাইছেন অর্জুন সিং। পাল্টা অর্জুনও দাবি করেছেন সোমনাথকে সময় এলে জগদ্দলের মানুষই মারবে। এই নিয়ে সোমনাশ শ্যাম বলেন, এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি না, তবে তাঁকে অনেকেই রাস্তা থেকে সরিয়ে দিতে চান।