The body of the vice chairman of the North Barrackpore municipality was recovered from the house.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দোপাধ্যায় এর দেহ উদ্ধার হল তাঁর নিজের বাড়ি থেকে। শুক্রবার থেকে তাঁর খোঁজ মিলছিল না। শনিবার সকালে বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হয় দেহ। খুন না আত্মহত্যা, না কি অন্য কারণে মৃত্যু হয়েছে পুরসভার ভাইস চেয়ারম্যানের, তার তদন্ত শুরু করেছে পুলিশ।উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।
ইছাপুরের আনন্দমঠের বাসিন্দা ছিলেন তিনি। শুক্রবার রাতভর তাঁর খোঁজ না মেলায় পুলিশে খবর দেন পরিবারের লোকজন। রাতেই তাঁর বাড়িতে যায় পুলিশ। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। এরপর শনিবার সকাল দশটা নাগাদ বাড়ির তিনতলার ছাদ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যান উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ। তিনি জানান, বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা হয়েছিল সত্যজিতের। পুরসভায় বৈঠকও করেছেন।
ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যু সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।