Barcelona won the UEFA Champions League match.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বড় জয় পেল বার্সেলোনা। ক্রেভেনা জেজদার বিরুদ্ধে গ্রুপ স্টেজের ম্যাচে ৫-২ গোলে জিতল কাতালান ক্লাবটি। বার্সেলোনার হয়ে অবশ্য এই ম্যাচে গোল পাননি স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। তবে তাতে কি? দল জিতে যাওয়ায় বেজায় খুশি রাফিনহারা। ম্যাচে বার্সেলোনার হয়ে জোড়া গোল করলেন রবার্ট লেওনডোস্কি। একটি গোল করলেন ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহা। বার্সেলোনার হয়ে বাকি দুটি গোল করেন ফেরমিন লোপেজ এবং মার্টিনেজ। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে লা লিগার ম্যাচে বড় জয়ের পর থেকেই যেন অন্যরকম বার্সেলোনাকে দেখতে পাচ্ছে ফুটবল বিশ্ব। তারুণ্য ঠাসা দল হলেও গুটি কয়েক বর্ষিয়ান ফুটবলারই দলের চালিকাশক্তি হয়ে দাঁড়াচ্ছেন।