Student death in Bansdroni, the mayor assured to take action
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাঁশদ্রোণীতে ছাত্র মৃত্যুর ঘটনায় পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোণী এলাকা। সেখানে পুরসভার কাজ চলছিল। এরই মধ্যে পুরসভার জেসিবি এক ছাত্রকে পিষে দেয় বলে অভিযোগ। এরপরই জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। তাঁরা অভিযোগ করেন, কাউন্সিলরকে দীর্ঘদিন ধরেই তাঁরা অভিযোগ করেছেন রাস্তার অবস্থা ভালো নয়। বড় বড় গর্ত রয়েছে যেন তা সাড়াই করা হয়। কিন্তু এতদিন কাউন্সিলর রাস্তা সাড়ানোর কাজ করাননি। এই অভিযোগে কাউন্সিলরের সঙ্গে তাঁরা সরাসরি কথা বলতে চাইলে, পুলিশের কাছে আশ্রয় নেন কাউন্সিলর অনিতা কর মজুমদার। এরপর পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখায় এলাকাবাসী। মহানাগরিক ফিরহাদ হাকিম জানিয়েছেন, যে কন্ট্রাক্টরের অধীনে কাজ চলছিল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও যারা দোষি তাঁরা শাস্তি পাবেন।