Questions about security again in the women’s hostel of the government hospital
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আবারও রাজ্যের মেডিক্যাল কলেজে উঠল নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন। এবারও সেই নিরাপত্তাহীনতায় ভুগলেন মহিলা উঠতি চিকিৎসকরা। ঘটনা বাঁকুড়া মেডিক্যাল কলেজ হোস্টেলের। শুক্রবার মধ্যরাতে বাঁকুড়ার মেডিক্যাল কলেজের মহিলাদের হোস্টেলের পাঁচিল টপকে ঢুকে পড়েন লক্ষ্মীকান্ত গরাই নামে এক ব্যক্তি। তাঁকে মহিলাদের শৌচালয়ের ভিতন অসংলগ্ন অবস্থায় দেখতে পাওয়া যেতেই মহিলারা চিৎকার করতে থাকেন। এরপর সেখানে সকলে জড় হন। অধ্যক্ষের তরফে পুলিশে অভিযোগ জানানোর পর গ্রেফতার করা হয় সেই ব্যক্তিকে। হোস্টেলের আবাশিকরা দাবি করেছেন, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নেই। চাইলেও স্রেফ আশ্বাসই মেলে, কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা মেলে না। ঘটনায় উদ্বিগ্ন হোস্টেলের অধ্যক্ষ। এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে মহিলা হোস্টেলের সামনে পুলিশ পিকেট আছে, সেখানে নিরাপত্তা আরও বাড়ানো হবে।