Class IX girl who was raped while visiting a relative’s house, the accused is a two-day JC
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কালীপুজোয় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার নবম শ্রেণির ছাত্রী। অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত যুবক।অভিযোগ, গত ৩১ অক্টোবর জয়পুর থানা এলাকার নবম শ্রেণির এক ছাত্রী মায়ের সঙ্গে পিসির বাড়িতে কালীপুজো দেখতে যায়। গত ২ নভেম্বর আনুমানিক রাত্রি ১১টা নাগাদ ওই ছাত্রী বাড়ির বাইরে যায়।
দীর্ঘ সময় বাড়িতে না আসার ফলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরের দিন অর্থাৎ গতকাল ভোর তিনটে নাগাদ কাঁদতে কাঁদতে ওই নাবালিকা ছাত্রী বাড়িতে ফিরে আসে। মেয়েকে জিজ্ঞাসা করলে সে জানায় জয়পুর থানার নতুন গ্রামের বাসিন্দা সুমন লোহার তাকে জোরপূর্বক জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপরেই নির্যাতিতা ওই ছাত্রের মা জয়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সুমন লোহারকে জয়পুরে তার দিদির বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
সোমবার অভিযুক্ত যুবককে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তকে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।