The price of Bengal dairy milk increased by one rupee per liter
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দাম বৃদ্ধি পেল বাংলার ডায়েরি দুধের। এখন যারা বাংলার ডেয়ারি দুধ নিয়ে থাকেন তাদের বেশি টাকা খরচ হবে। দেশের বিভিন্ন রাজ্যের ধাঁচে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলার ডেয়ারি দুধ চালু করা হয়েছে। দুধ সরবরাহকারী সাধারণ বাংলার মানুষদের থেকে সরাসরি দুধ নিয়ে তা প্রস্তুত করে প্যাকেটজাত করার পর বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। ধীরে ধীরে বাংলার ডেয়ারি দুধের জনপ্রিয়তা এখন অনেকটাই বেড়েছে। তবে এরই মধ্যে দাম বৃদ্ধি রীতিমত গ্রাহকদের কাছে বেশ ধাক্কার।
রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলার ডেয়ারি দুধের ডবল টোন, স্ট্যান্ডারাইজড দুধ এবং গরুর দুধ, তিন প্রকার দুধের দামই বৃদ্ধি করা হয়েছে। তিন ধরনের দুধের ক্ষেত্রেই এবার লিটার প্রতি এক টাকা করে বেশি খরচ হবে ক্রেতাদের। তবে যেখানে মাদার ডেয়ারি, আমুল লিটারে দু’টাকা করে দাম বৃদ্ধি করেছে সেই জায়গায় বাংলার ডেয়ারি লিটারে এক টাকা করে দাম বৃদ্ধি করলো।