6 Bangladeshi nationals arrested from Chitradurga in Karnataka.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কর্নাটকের চিত্রদুর্গ থেকে গ্রেফতার ছয় বাংলাদেশি নাগরিক। আর তাঁদের সঙ্গে পশ্চিমবঙ্গের সংযোগ উঠে এল। কর্নাটক পুলিশের দাবি, ধৃতেরা বাংলাদেশের বাসিন্দা। এ দেশে থাকতে কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ঢুকে পড়েন। এরপর কলকাতায় ঘাঁটি গাড়েন তাঁরা। জাল আধার কার্ড ও অন্যান্য নথি তৈরি করে দেশের নানা শহরে কাজের জন্য ঘুরে বেড়িয়েছেন ওই ছয় বাংলাদেশি নাগরিক। কিছুদিন আগে কাজের খোঁজে কর্নাটকের চিত্রদুর্গে পৌঁছন।কর্নাটক পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, লেবার কার্ড, ব্যাঙ্কের পাসবুক এবং একটি পাসপোর্ট বাজেয়াপ্ত উদ্ধার করা হয়েছে। জীবিকার আড়ালে অনুপ্রবেশকারীদের অন্য উদ্দেশ্য ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সোমবার টহল চলাকালীন ওই ছয় বাংলাদেশি নাগরিকের গতিবিধি দেখে সন্দেহ জাগে পুলিশের। সেই সময় জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁরা আসলে বাংলাদেশের নাগরিক। পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে ভারতে ঢুকেছেন।