Bangladeshi porn actress Rhea Barde was arrested from Maharashtra.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের থেকে গ্রেপ্তার হলেন বাংলাদেশের পর্ন নায়িকা রিয়া বার্দে। পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রী বেশ কিছু দিন ধরে জালি নথিপত্রের সাহায্যে এদেশে বসবাস করছিল।
তবে শুধু অভিনেত্রীই নয়, উল্লাসনগরে থাকতেন তাঁর মা, বাবা, বোন ও ভাইও। তবে পুলিশ তাঁদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। খোঁজ চলছে তাঁদের।
পুলিশের দাবি, রিয়া এবং তাঁর পরিবারের সকলেই বাংলাদেশের নাগরিক। তাঁরা সবাই নাম ভাঁড়িয়ে মহারাষ্ট্রে অনেকদিন ধরে বসবাস করছেন।
পুলিশ জানিয়েছে, রিয়া যে আসলে বাংলাদেশি, তা প্রথমে জানিয়েছিলেন তাঁর বন্ধু প্রশান্ত মিশ্র। মিথ্যা এবং ভুয়ো তথ্য দিয়ে রিয়া ও তাঁর পরিবার মহারাষ্ট্রে রয়েছেন। পুলিশি তদন্তে জানা গিয়েছে, অমরাবতীর অরবিন্দ বোরদে রিয়াদের জাল নথি তৈরি করতে সাহায্য করেছেন। এই অরবিন্দকেই বিয়ে করেন রিয়ার মা। রিয়া এবং তাঁর পরিবারের সদস্যদের আর কারা জাল নথি দিয়ে পাসপোর্ট করতে সাহায্য করেছে তাদের খোঁজ চলছে।