Mushfiqar Rahim, stood next to Shakib Al Hasan in the midst of unrest in the country.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: দুদিন আগেই পাকিস্তানের মাটিতে গিয়ে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। ১০ উইকেটে পাক দলকে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্যেই এসেছে দুঃসংবাদ। পোষাক কারখানার কর্মি খুনের ঘটনায় শাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা রুজু হয়। তাঁকে দেশে ফেরানোর জন্য বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টে হয়ত দলের এই তারকা খেলতে পারবেন না। দেশের মাটিতে অশান্তির আবহেই এবার শাকিব আল হাসানের পাশে দাঁড়ালেন দলের আরেক ক্রিকেটার মুশফিকার রহিম। তিনি বলছেন, এই অভিযোগ মিথ্যা। তাঁর কথায়, ‘শাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু। ’