No longer considers India as an ally.
Allusion to the foreign minister of the interim government of Bangladesh.
বাংলাদেশ
মুনমুন রায় প্রতিনিধি:বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ কল্যাণ মন্ত্রকের আইনি উপদেষ্টা আসিফ নজরুল ভারতকে আর মিত্র দেশ হিসাবে মনে করে না একথা সাফ জানিয়ে দিলেন। বৃহস্পতিবার অর্থাৎ ১৪ই নভেম্বর রাজধানী ঢাকার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে ভারতের দিকে ইঙ্গিত করে আসিফ নজরুল বলেন ‘বাংলাদেশের চারপাশে তো বন্ধুভাবাপন্ন দেশ নেই। তাদের সব সময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনা ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটা নিয়ে ষড়যন্ত্র করা।’
শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনই বাংলাদেশে ভারতের পণ্য বয়কটের ডাক দিয়ে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আসিফ নজরুল। বিএনপি ও জামায়াতের একাংশকে সঙ্গে নিয়ে তিনি ধারাবাহিক ভাবে ভারতের পণ্য বয়কটের জন্য উস্কানি দিয়েছিলেন। বাংলাদেশের সাধারণ মানুষের মনকে ভারত সম্পর্কে বিষিয়ে দিতে বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয়র চাকরি করার গল্পও বানিয়েছিলেন। যদিও বাংলাদেশে সর্বসাকুল্যে হাজার আটেক ভারতীয় চাকরি করেন। তাই ক্ষমতার পালাবদলের পরে বিদেশ কল্যাণ মন্ত্রকের উপদেষ্টা হিসাবে বাংলাদেশি শিল্পপতিদের ভারতীয় কর্মজীবীদের চাকরি থেকে তাড়ানোরও নির্দেশ দিয়েছিলেন। ফলে ভারত বন্ধু দেশ নয়, আসিফ নজরুলের মুখে এমন কথা শুনে খুব একটা বিস্মিত নন রাজনৈতিক পর্যবেক্ষকরা।