Bangladesh High Commission office in Kolkata increased security, increased vigilance at New Market Square
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের উত্তাল পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত সরকার ৷ কারণ, প্রতিবেশী এই দেশের সঙ্গে ভারতের বেশ কয়েকটি রাজ্যের স্থলসীমান্ত রয়েছে ৷ বিএসএফ, এসএসবি-র শীর্ষকর্তারা কলকাতায় উপস্থিত হয়েছেন ৷ চলছে উচ্চপর্যায়ের বৈঠক ৷ এই পরিস্থিতিতে বসে নেই কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশও।
এই পরিস্থিতিতে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে বাড়ল নিরাপত্তা। বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার আধিকারিক-সহ পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিনের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্তত ১৫-২০ জন পুলিশ কনস্টেবল মোতায়েন করা হয়েছে। রয়েছেন মহিলা পুলিশ কর্মীও। লালবাজার সূত্রে খবর, বাংলাদেশ হাইকমিশনে বিক্ষোভ হতে পারে, এই আশঙ্কা থেকেই এই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷ ইতিমধ্যেই এই বিষয় কড়েয়া থানাকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে । বাংলাদেশ হাইকমিশনের সামনে রাখা হয়েছে চারটি হেভিরেডিও ফ্লাইংস্কোয়াড বাহিনীকে।
রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে । বাংলাদেশ থেকে কলকাতায় বহু মানুষ চিকিৎসার জন্য আসেন। নিউ মার্কেট, আনন্দপুর থানা, পাটুলি, মুচিপাড়া, শেক্সপিয়র সরণি থানা-সহ একাধিক থানা এলাকায় বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন গেস্ট হাউজ বা হোটেলে থাকেন ৷ সেই সব এলাকাতেই বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে ৷