November 10, 2024 9:41 pm

২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 10, 2024 9:41 pm

২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Bangladesh Unrest : কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের অফিসে বাড়ল নিরাপত্তা, বাড়তি সতর্কতা নিউ মার্কেট চত্বর

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Bangladesh High Commission office in Kolkata increased security, increased vigilance at New Market Square

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের উত্তাল পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত সরকার ৷ কারণ, প্রতিবেশী এই দেশের সঙ্গে ভারতের বেশ কয়েকটি রাজ্যের স্থলসীমান্ত রয়েছে ৷ বিএসএফ, এসএসবি-র শীর্ষকর্তারা কলকাতায় উপস্থিত হয়েছেন ৷ চলছে উচ্চপর্যায়ের বৈঠক ৷ এই পরিস্থিতিতে বসে নেই কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশও।

এই পরিস্থিতিতে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে বাড়ল নিরাপত্তা। বাংলাদেশ হাই কমিশনের অফিসের সামনে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার আধিকারিক-সহ পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিনের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্তত ১৫-২০ জন পুলিশ কনস্টেবল মোতায়েন করা হয়েছে। রয়েছেন মহিলা পুলিশ কর্মীও। লালবাজার সূত্রে খবর, বাংলাদেশ হাইকমিশনে বিক্ষোভ হতে পারে, এই আশঙ্কা থেকেই এই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ৷ ইতিমধ্যেই এই বিষয় কড়েয়া থানাকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে । বাংলাদেশ হাইকমিশনের সামনে রাখা হয়েছে চারটি হেভিরেডিও ফ্লাইংস্কোয়াড বাহিনীকে।

রাজ্য পুলিশের পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে । বাংলাদেশ থেকে কলকাতায় বহু মানুষ চিকিৎসার জন্য আসেন। নিউ মার্কেট, আনন্দপুর থানা, পাটুলি, মুচিপাড়া, শেক্সপিয়র সরণি থানা-সহ একাধিক থানা এলাকায় বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন গেস্ট হাউজ বা হোটেলে থাকেন ৷ সেই সব এলাকাতেই বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে ৷

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top