BNP chairperson Khaleda Zia’s bank account has been activated after 17 years
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: খুলে দেওয়া হল বিএনপির চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে শেখ হাসিনার আমলের মন্ত্রীদের। সোমবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে হাসিনার আমলের মন্ত্রী এবং আওয়ামি লিগের নেত্রী দীপু মনিকে। সেই সঙ্গে হাসিনার আমলের বিভিন্ন মন্ত্রীর মতই একাধিক পদস্থ আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়া হচ্ছে। আর, এই সময়েই আবার খুলে দেওয়া হল বিএনপির চেয়ারপার্সন তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।পাশাপাশি চিকিৎসার জন্য খুব তাড়াতাড়ি বিদেশেও যেতে পারেন খালেদা জিয়া বলে খবর।ইতিমধ্যেই আবার পাসপোর্ট দেওয়া হয়েছে খালেদা জিয়াকে।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মহম্মদ ইউনুসের সঙ্গে পরামর্শ করার পর এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আবদুর রহমান খান এই সিদ্ধান্ত নেন। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়। পরে আইনজীবীর মাধ্যমে আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়মিত খরচ চালানোর জন্য রূপালী ব্যাঙ্কের ঢাকা শাখা থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলতে পারতেন তিনি।