Jamaat-e-Islami and Hefazat Hizb ut Tahrir attacked with weapons and batons during the protest demanding the release of Chinmay Krishna Das.
মুনমুন রায় প্রতিনিধি:বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সোমবার বিকেলে গ্রেফতারের পর ঢাকার শাহবাগ স্কোয়ারে হিন্দুরা জড়ো হয়ে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদশর্ন করছিল। সেই সময় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জামায়াত ইসলামি ও হেফাজত হিজবুত তাহরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জঙ্গিরা শাহাবাগে বিক্ষোভ কারীদের ওপর হামলা চালিয়েছে। এই হামলায় প্রচুর বিক্ষোব কারী আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জিহাদি সারজিস আলম এবং হাসনাত তানভীর নামে যে জঙ্গিরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন চালিয়ে ছিলেন তারাই এই হামলার নির্দেশ দিয়েছিল বলে সূত্রের খবর। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক নেহার চন্দ্র হালদারকে জঙ্গিদের হাত থেকে বাঁচাতে গিয়ে বেশ কয়েকজন যুবক গুরুতর আহত হয়েছে। এদিকে গোটা দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে। ময়মনসিংহ হিন্দু জাগরণ মঞ্চর পক্ষ থেকে গাঙ্গিনাপাড় ফিরোজ জাহাঙ্গীর চত্বরে প্রতিবাদী মিছিল চলছে। খুলনা ও কক্সবাজারে বিক্ষোভ চলছে। চট্টগ্রামেও চলছে বিক্ষোভ মিছিল। হিন্দু জনতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অবিলম্বে মুক্তির দাবি করছে। বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে ইসকনের সন্ন্যাসীরা ভারতকে হস্তক্ষেপের জন্য কাতর আবেদন জানিয়েছেন।