Bangladesh govt is ready to discuss on quota system
নিজস্বসংবাদদাতা
কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি বাংলাদেশ সরকার। স্থানীয় একটি সংবাদমাধ্যমে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন, তখনই আলোচনা হবে। আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। কোটাবিরোধী আন্দোলনের আবহে মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে ৬জন নিহত হয়েছেন। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জানান, হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোটা মামলার পরবর্তী শুনানি আগামী ৭ আগস্ট।