Hasina’s former minister Dipu Moni has been arrested by Dhaka police
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের প্রাক্তন শাসকদল আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতারির পালা চলছে ধারাবাহিক ভাবে। এ বার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানার মন্ত্রী তথা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে গ্রেফতার করল পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টার সময় বারিধারা এলাকা থেকে গ্রেফতার করা হয় মনিকে। যদিও ঠিক কোন অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। তবে গ্রেফতার নেত্রীকে গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত হাসিনা জমানায় বাংলাদেশে বিদেশ, শিক্ষা, সমাজ কল্যাণের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন মনি।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, এদিন মহম্মদপুর থানার একটি হত্যা মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছে তাঁর নাম। সে কারণেই এই গ্রেপ্তারি।