December 14, 2024 3:50 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 14, 2024 3:50 am

২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

Bangladesh Chinmoy Krishna Das :বাংলাদেশের হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

He was the most vocal against the persecution of Hindus in Bangladesh
Chinmoy Krishna Das is celibate
.

মুনমুন রায় প্রতিনিধি:বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সোমবার তাঁকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশের শাখা (ডিবি)। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমান করা হচ্ছে যে ইসকনের ওই সন্ন্যাসীকে ঢাকায় ডিবির সদর কার্যালয়ে রাখা হয়েছে। এদিকে এই ঘটনায় একদিকে বাংলাদেশের হিন্দুদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে, অন্যদিকে প্রতিবাদের ঝড় উঠেছে। দেশের সকল সনাতনিকে ঢাকার ডিবির কার্যালয়ের সামনে জড়ো হওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। প্রসঙ্গত,গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মহম্মদ ফিরোজ খান নামে কট্টর ইসলামি রাজনৈতিক দল বিএনপির এক কর্মী। ঢাকার কোতোয়ালি থানায় দায়ের করা ওই মামলায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়েছিল। চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের করে মহম্মদ ইউনুসের পুলিশ। মামলার পরই রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ নামে দু’জনকে গ্রেপ্তারও করা হয়। তাঁরা হলেন- ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ। প্রকাশ্যে জাতীয় পতাকার উপর পা রেখে নামাজ পড়ার অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও ওই সমস্ত মুসলিম ব্যক্তিদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। অথচ শুধু হিন্দু হওয়ার অপরাধে এবং জিহাদি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় হিন্দুদের নিশানা করছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের সরকার।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, এ গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁরা অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি জানান।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top