In the next year and a half, there is no possibility of voting for the National Assembly in Bangladesh
মুনমুন রায় প্রতিনিধি:গত অগাস্টে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হওয়ার পর ইউনূস জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদের নির্বাচনের ব্যবস্থা করা হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে আগামী দেড় বছরে জাতীয় সংসদের ভোট হওয়ার সম্ভাবনা নেই বাংলাদেশে। এমনটা জানিয়েছেন ইউনূস সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। ‘২০২৬-এর মাঝামাঝি জাতীয় সংসদের নির্বাচন হতে পারে’, লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের ‘হাউস অব লর্ডস’-এ আয়োজিত আলোচনাসভায় এমনটাই বলেছেন সাখাওয়াত।
নির্বাচনের এই ডামাডোলের মাঝেই ইউনুস সরকারকে নিয়ে বিরুদ্ধ মত বাড়ছে। এবার ইউনুস সরকারকে নিয়ে শঙ্কিত জামাত এ ইসলামি, পাশে দাঁড়াল মুজিবর রহমান ও শেখ হাসিনার দল আওয়ামি লিগের। পূর্ব লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করলেন জামাতের শীর্ষ নেতা আমির ডা.শফিকুর রহমান, তার বক্তব্য, ‘বিএনপি বলছে তারা চায় না আওয়ামি লিগ নিষিদ্ধ হোক। তাঁরাও আওয়ামি লিগকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় । একসঙ্গে থেকেই সবাইকে জঙ্গিবাদ মোকাবিলা করতে হবে।’ এর আগে ডা.শফিকুর রহমানের আওয়ামি লিগ নিয়ে বক্তব্য রীতিমত হইচই ফেলে দিয়েছিল। তিনি বলেছিলেন, ‘আওয়ামি লিগকে বার বার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা তাঁদের পছন্দ নয়। কারণ তাঁরা একই পরিবারের সদস্য।’ জামাতের এই শীর্ষনেতা আরো দাবি করেছেন, ইউনুস পরিচালিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছর হলে তা বেশি হয়ে যাবে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি ইউনুস সরকারকে নিয়ে ‘শঙ্কিত’ জামাত এবার আওয়ামি লিগের পাশে থাকবে?