Attack on the Hindus of Bangladesh! Trump can intervene
বাংলাদেশ
মুনমুন রায় প্রতিনিধি:সূত্রের খবর ক্ষমতায় বসতে চলা ট্রাম্প প্রশাসন যাতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন ঠেকাতে কড়া পদক্ষেপ নেয় তার জন্য তোড়জোড় চালাচ্ছে মার্কিন-ভারতীয় গোষ্ঠী। মার্কিন কংগ্রেসে এজন্য আর্থিক অবরোধ জারি সহ বিভিন্ন পদক্ষেপের প্রস্তাব আনার প্রস্তুতি শুরু হয়েছে। ভোটের আগে ট্রাম্প বলেছিলেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টানদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করছি। এই প্রতিহিংসার কারণে বাংলাদেশে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে।
ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ডাক্তার ভরত বড়াই সেদেশের মার্কিন-ভারতীয় গোষ্ঠীর একজন প্রভাবশালী কর্ণধার। তিঁনিই ক্ষমতায় বসতে চলা ট্রাম্প প্রশাসনের কাছে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য তৎপরতা শুরু করেছেন। ভারতীয়-আমেরিকানদের দাবি, বাংলাদেশের উপর নতুন সরকার আর্থিক অবরোধ তৈরি করুক।
ভরত বড়াই বলেন, বাংলাদেশে যাতে ট্রাম্প প্রশাসন আর্থিক অবরোধ জারি করে তার জন্য আমরা মার্কিন কংগ্রেসেও দাবি তুলব। তাঁর দাবি, বাংলাদেশে আর্থিক অবরোধ জারি হলে সেদেশে বস্ত্র শিল্প ক্ষতিগ্রস্ত হবে। আর বাংলাদেশের অর্থনীতির শিকড় হল বস্ত্র শিল্প। তৈরি পোশাক বিক্রি করে ঢাকা প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা আয় করে থাকে। একইসঙ্গে তিঁনি ভারত সরকারের কাছে আর্জি জানিয়ে বলেন, নয়াদিল্লি যেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে এবং আর্থিক নিষেধাজ্ঞা ঘোষণা করে। কারণ, ভারতের সঙ্গেই বাংলাদেশের বিপুল পরিমাণে বাণিজ্য লেনদেন হয়ে থাকে। তাঁর আশা, এই চাপের মুখে পরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা নেবে।