PM Sheikh Hasina visited the victims of violence. She visited Shahid Suhrawardy Medical College Hospital.
বাংলাদেশ
নিজস্ব সংবাদদাতা : কোটাবিরোধী আন্দোলনের জেরে হিংসায় আক্রান্তদের হাসপাতালে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন তিনি। আক্রান্তদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন হিংসায় আক্রান্তদের আঘাতের তীব্রতা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। বাধ মানেনি তাঁর চোখের জল। আহত চিকিৎসাধীন এক শিশুর কপালে চুমু দিয়ে তাকে আদরও করে দেন শেখ হাসিনা। হাসপাতালের পরিচালক ডাক্তার মহ: শফিউর রহমান আহতদের চিকিৎসার ব্যবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান।গত কয়েকদিনে আক্রান্তদের দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাসের পাশাপাশি তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী।