Case against 113 people including Hasina for attack on Khaleda Zia’s car 9 years ago
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৩ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
এবার ৯ বছর আগে খালেদা জিয়ার গাড়িতে হামলার অভিযোগ আনা হয়েছে মুজিবকন্যার বিরুদ্ধে। শেখ হাসিনা-সহ ১১৩ জনের বিরুদ্ধে এই মামলাটি হয়েছে রাজধানী ঢাকার তেজগাঁও থানায়। ঢাকা মহানগর উত্তর বিএনপির ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় অভিযুক্তের তালিকায় রয়েছেন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তেজগাঁও থানা আওয়ামি লিগের সভাপতি আবদুর রশিদ, সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলিগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমানও।প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকে একের পর এক মামলা দায়ের হচ্ছে মুজিবকন্যার বিরুদ্ধে।