Sheikh Hasina won’t make political comeback, says son Joy
বাংলাদেশ
নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশজুড়ে চলা আন্দোলনের চাপে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে তাঁর রাজনৈতিক জীবন নিয়ে জল্পনার মধ্যেই মুখ খুললেন হাসিনাপুত্র সাজিব ওয়াজিদ জয়। বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তাঁর মা ভবিষ্যতে আর রাজনীতিতে ফিরবেন না। এত পরিশ্রমের পরও যেভাবে তাঁর বিরুদ্ধে আন্দোলন হয়েছে, তাতে শেখ হাসিনা হতাশ এবং বীতশ্রদ্ধ। হাসিনা প্রধানমন্ত্রী পদে থাকাকালীন তাঁর উপদেষ্টা ছিলেন পুত্র সাজিব ওয়াজিদ জয়। তিনি বলেন, ‘‘ শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দিয়েছেন। উনি যে সময়ে ক্ষমতায় এসেছিলেন, তখন বাংলাদেশের করুণ অবস্থা ছিল। খুবই গরিব দেশ ছিল। কিন্তু আজ বাংলাদেশ এশিয়ার অন্যতম শক্তি।
আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রসঙ্গে সাজিব ওয়াজিদ বলেন সোমবার পর্যন্ত ১৩ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। জনতা যদি পুলিশকে এইভাবে পিটিয়ে মারে তো পুলিশ কী করবে?’’