PM Sheikh Hasina assured the punishment of those involved in the killings in the anti-quota movement.
বাংলাদেশ
নিজস্ব সংবাদদাতা : কোটাবিরোধী আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমার প্রচেষ্টা থাকবে যারা হত্যাকাণ্ডে জড়িত, তাদের খুঁজে বের করা, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে, আমার প্রচেষ্টা হবে, আমি তা করব।’ রবিবার প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন কোটা আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। সেখানেই তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে যান রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম সহ ৩৪ জনের পরিবারের সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। পরিবারের সদস্যদের কথা শুনে প্রধানমন্ত্রীর চোখেও জল চলে আসে। নিহতদের পরিবারকে সঞ্চয়পত্র ও নগদ অর্থসাহায্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাকে দেখেন, আমি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি। আমি আপনাদের ব্যথা অনুভব করতে পারছি। এটা আমার দুর্ভাগ্য যে আমাকে আপনাদের অশ্রু দেখতে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মানুষ কী দোষ করল যে এভাবে মানুষ খুন করতে হবে! মানুষ খুন করে সরকারের পতন ঘটাতে চাইছে। এইভাবে বাংলাদেশটাকে নিয়ে খেলতে দেওয়া যায় না। কাজেই আমি আপনাদেরই সাহায্য চাই।’প্রধানমন্ত্রী আরও বলেন , ‘মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে। একজন মুসলমান আরেকজন মুসলমানের লাশ ঝুলিয়ে রাখবে! যারা এগুলোর সঙ্গে জড়িত, অবশ্যই তাদের বিচার হবে।’