The ancestral home of the late writer Sunil Gangopadhyay was forcibly occupied in Bangladesh, but now Currently unoccupied
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক ডামাডোলের আবহে রাতারাতি বেদখল হয়ে গিয়েছিল প্রখ্যাত কবি ও ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বাংলাদেশের পৈতৃক ভিটে। বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় সর্বত্র। তারপরই কার্যত রাতারাতি প্রশাসনের উদ্যোগে তা দখলমুক্তও হয়ে গেল। কিন্তু দখলদার বিএনপি নেতার বিরুদ্ধে প্রশাসন কোনও পদক্ষেপ না-করায় সুনীলের ওই ভিটে কতদিন সেফ থাকবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন মাদারিপুরের ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়ার বাসিন্দারা।
প্রকাশিত খবর অনুযায়ী জানাচ্ছে, ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া মৌজায় প্রয়াত সাহিত্যিকের সাত একর ১৫ শতক পৈতৃক জমি রয়েছে। তার মধ্যে দুই একর ৯৭ শতক জমি সরকারের খাসজমি হিসেবে রেকর্ড করা হয় পরবর্তী সময়। সেই জমির একাংশে পুরনো একটি বাড়িতে কয়েক বছর আগে গড়া হয়েছিল সুনীল স্মৃতি পাঠাগার। কিন্তু গত শনিবার বিএনপি নেতা সোহেল হাওলাদার এবং তাঁর সঙ্গীরা তালা ভেঙে ঢুকে সেই পাঠাগার ভেঙে তছনছ করে দেন বলে অভিযোগ