High Court advice on border protection
বাংলাদেশ
মাম্পি রায়, নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা রক্ষায় জাতীয় সংসদকে ৪টি পরামর্শ দিল হাইকোর্ট। ১৯৮৭ সালে যশোর সীমান্তে তৎকালীন বিডিআরের অভিযানে ভারতীয় শাড়ি উদ্ধারের একটি মামলার শুনানি চলাকালীন জাতীয় সংসদকে হাইকোর্টের পরামর্শ-
সীমান্তরেখা থেকে বাংলাদেশের ভিতরে ১০ মাইল পর্যন্ত সীমান্ত এলাকা বর্ডার গার্ড বাংলাদেশের সম্পত্তি ঘোষণা করতে হবে ।
ওই ঘোষণার ফলে ক্ষতিগ্রস্ত সব ব্যক্তিগত সম্পত্তির মালিকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করে সমমূল্যের সরকারি খাস সম্পত্তি বরাদ্দ করতে হবে ।
সীমান্ত রেখা থেকে ৮ কিলোমিটার জমি সম্পূর্ণ ফাঁকা এবং সমান থাকবে। যেন এই ৮ কিলোমিটারের প্রতিটি ইঞ্চি ৮ কিলোমিটার দূর থেকে পরিষ্কারভাবে দেখা যায়। সীমান্ত রেখা থেকে ৮-১০ কিলোমিটার মধ্যবর্তী স্থান বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ সহ সমস্ত কর্মকাণ্ডের জন্য সংরক্ষিত রাখতে হবে। বাংলাদেশের সব সাংসদ, স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব, বিজিবি মহাপরিচালক এবং আদালতের সব বিচারককে ই-মেইল মারফত এই আদেশের প্রতিলিপি পাঠাতে হবে বলে নির্দেশ দিলেন বিচারপতি আশরাফুল কামাল।