Two more murder cases against former MP Abdul Momin in Sirajganj
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে তাঁতশ্রমিক ইয়াহিয়া আলী (৩৫) ও মাদ্রাসা শিক্ষার্থী সিয়াম হোসেনের (২২) নিহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য আবদুল মমিনের বিরুদ্ধে এনায়েতপুর থানায় দুটি মামলা হয়েছে। মামলা দুটিতে ১৭৫ জনকে আসামি করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে এনায়েতপুর থানার খুকনী ঝাউপাড়া গ্রামের নিহত ইয়াহিয়া আলীর স্ত্রী শাহানা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মমিনসহ ৮৬ জনের নামে একটি হত্যার মামলা করেন। এই মামলার অন্য আসামিদের মধ্যে মণ্ডল গ্রুপের পরিচালক আবদুল আলিম, এই গ্রুপের আরেক পোশাক কারখানার পরিচালক জোবায়ের মণ্ডলের নাম রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ নেতা দুই উপজেলা পরিষদের চেয়ারম্যান, শাহজাদপুর, চৌহালী, বেলকুচির বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যানকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০০ থেকে ৭০০ জনকে।
এনায়েতপুরের মাধবপুর গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী সিয়াম হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা হযরত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এই মামলায় সাবেক সংসদ সদস্য আবদুল মমিনসহ ৮৯ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০০ থেকে ৭০০ জনকে।