Uk spokesperson reaction on Hasina’s international protection and visa
বাংলাদেশ
নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আপাতত হেলিকপ্টারে করে আগরতলা হয়ে ভারতে রয়েছেন তিনি। সেখান থেকে তিনি লন্ডন যাবেন বলে শোনা যাচ্ছিল। সূত্রের খবর এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘যেসব ব্যক্তির প্রয়োজন তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্বিত রেকর্ড রয়েছে। তবে আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই। যাদের আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন তাদের প্রথম নিরাপদ দেশে আশ্রয় দাবি করা উচিত – এটি নিরাপত্তার দ্রুততম পথ,’
এরইমধ্যে শেখ হাসিনার ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী সজীব ওয়াজেদ জয়ের দাবি, শেখ হাসিনার আশ্রয় চাওয়ার খবর সঠিক নয়। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। তাই যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র এখনও জবাব দিচ্ছে না বলে যে কথাটি বলা হচ্ছে, তা সত্য নয়।শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে কি না, হাসিনাপুত্র সজীব ওয়াজেদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের কোনো আলোচনা হয়নি।’