TCB products stocked in Lalbagh godown, 4 arrested in joint operation
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ঢাকার লালবাগের একটি গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের বিপুল পরিমাণ ভোজ্যতেল ও ডাল উদ্ধার করেছে যৌথবাহিনী।
নবাবগঞ্জ বাজারের এ গোডাউনে অভিযান চালায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড এবং লালবাগ থানা পুলিশ। এ সময় শাহ আলম ও আরিফ হোসেন নামে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন আরো দুই জনকে আটক করা হয়েছে।
রোববার রাত নয়টায় এ অভিযান চালানো হয়েছে।এ বাজারের মোহাম্মদ শুকুর আলী আকন্দের গোডাউনে তল্লাশি চালিয়ে টিসিবির ৬৫০ বোতল সয়াবিন তেল ও এক হাজার ৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য প্রায় তিন লাখ ২৯ হাজার টাকা বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা এই অবৈধ কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে আইএসপিআর।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।