Bangladesh government removed five diplomats including the United Nations representative.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারত-বাংলাদেশের সম্পর্কে নয়া মোড়। রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধি-সহ পাঁচ কূটনীতিককে সরিয়ে দিল বাংলাদেশ সরকার। অপসারণের নয়া তালিকায় রয়েছেন নয়াদিল্লির হাই কমিশনারও।
হাই কমিশনার সহ ভারতে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতদের দেশে ফিরে আসার নির্দেশ দিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, ভারতে থাকা পাঁচ রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার চলতি সপ্তাহেই এই নোটিস পাঠিয়েছে।ভারতে বাংলাদেশের হাই কমিশনার সহ পাঁচ রাষ্ট্রদূতকে অবিলম্বে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে।
সূত্রের খবর, ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজ়ুর রহমানের আগামী কয়েক মাসের মধ্যেই অবসর নেওয়ার কথা। তার আগেই তাঁকে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হল। ২০২২ সালে তাঁকে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়। তার আগে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে বাংলাদেশের প্রতিনিধি এবং সুইৎজারল্যান্ড ও সিঙ্গাপুরের প্রতিনিধি হিসাবেও কাজ করেছেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মারফত খবর, শুধু ভারত নয়, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ব্রাসেলস, ক্যানবেরা, লিসবনের রাষ্ট্রদূতদেরও বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে। এমনকী, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী সদস্যকেও অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। এর আগে ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিমকেও ফিরে আসার নির্দেশ দিয়েছিল।
বাংলাদেশে ক্ষমতা বদলের পর, হাসিনা সরকারের নিয়োগ করা সমস্ত কর্তাদের সরিয়ে দিয়েছে ইউনূস সরকার। কিন্তু রাষ্ট্রদূতরা রাজনৈতিকভাবে নিয়োগ হন না। সেক্ষেত্রে কেন তাদের এভাবে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমলাদের একাংশ।
সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সভায় ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা যোগ দিলেও, মুখোমুখি বৈঠক হয়নি প্রধানমন্ত্রী মোদী ও মহম্মদ ইউনূসের। এই পরিস্থিতিতে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা।