As the owners accepted the 18-point demands of the workers, all the factories have opened from Wednesday.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এখন থেকে ১২০ দিন মাতৃত্বকালীন ছুটি আর দৈনিক হাজিরার সঙ্গে অতিরিক্ত ২২৫ টাকা করে পাবেন পোশাক শ্রমিকেরা। মালিকপক্ষ শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ায়, আজ বুধবার থেকে খুলেছে সব কারখানা।
শান্তিপূর্ণ ভাবে সকাল থেকে দলে দলে কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকেরা। এতে সাভার, গাজীপুরে বেশিরভাগ তৈরি পোশাক কারখানায় চালু রয়েছে উৎপাদন কার্যক্রম। কারখানা এলাকায় নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছাড়াও রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল।
কর্মস্থলে যোগ দিয়ে শ্রমিকেরা বলছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় তারা বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছিলেন। এখন দাবি মানায় খুশি তারা। আশা করছেন, শান্তিপূর্ণভাবে এখন সবাই কাজ করতে পারবেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর, আগস্টের শেষ দিকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের কারখানায় শ্রমিক বিক্ষোভ শুরু হয়। ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, শ্রম আইন সংশোধনসহ ১৮ দফা দাবি তোলে শ্রমিকরা। তবে গতকাল মঙ্গলবার দুপক্ষের বৈঠক হয় শ্রম মন্ত্রণালয়ে। এরপরও অস্থিরতা তৈরি হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।তিনি বলেন, ‘ত্রিপক্ষীয় বৈঠকে সমস্যা সমাধান হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য সমস্যাগুলোও সমাধান করা হবে। বুধবার থেকে কাজে ফিরতে শ্রমিকদের প্রতি আহ্বান জানাই। মালিক-শ্রমিক কোনো পক্ষ থেকে অসহযোগিতা থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’