The President and Chief Advisor paid deep respect to the martyrs
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি আজ সকাল আটটায় ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল সালাম জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপ্রধান সেখানে রাখা দর্শনার্থীদের বইয়েও সই করেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।প্রধান উপদেষ্টা সেখানে রাখা দর্শনার্থীদের বইয়ে সই করেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং তারা পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক হামলা চালায়। স্বাধীনতার পর থেকে এই ঐতিহাসিক দিনটিকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।