Mohammad Yunus government sacks two diplomats from Bangladesh embassy in India
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দু’জন কূটনীতিককে বরখাস্ত করা হল। তাঁদের বরখাস্ত করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই দুজনের মধ্যে একজন দিল্লিতে এবং অপরজন কলকাতায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে, ওই দুজনকেই তাঁদের কাজ থেকে ‘অব্যাহতি’ দেওয়া হয়েছে। তাঁদেরকে বাংলাদেশে ফিরতেও নির্দেশ দেওয়া হয়েছে।
নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে কর্মরত ফার্স্ট সেক্রেটারি (প্রেস) শাবান মাহমুদকে বলা হয়েছে, মেয়াদ ফুরনোর আগেই নিজের পদ ছাড়তে হবে।অন্যদিকে, কলকাতার বাংলাদেশ হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেনকেও বরখাস্ত করেছে ইউনুসের সরকার
তবে, কী কারণে তাঁদের বিরুদ্ধে এই রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটা জানা যায়নি। জানা যাচ্ছে সূত্র মারফৎ শেখ হাসিনার নিযুক্ত দুই আধিকারিক। তাই তাদের উপর কোপ পড়ল, সেই নিয়ে অবশ্য বাংলাদেশ সরকারের তরফে স্পষ্ট করে কিছু জানা যায়নি।