Salman F Rahman and Anisul Haque arrested in new case
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নতুন কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকার মোহাম্মদপুর, বাড্ডা, পল্টন, মিরপুর ও উত্তরা পশ্চিম থানার একাধিক মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর তালিকায় আরও আছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান ও রাশেদ খান মেননকেও। আজ বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেয়। এছাড়া, উত্তরা পূর্ব থানার ফজলুল করিম নামক একজনকে গুলি করে হত্যা মামলায় আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। যদিও এই রিমান্ডের বিরোধীতা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
সূত্র বিবিসি বাংলা