Mass procession in Comilla and Barishal. anti-discrimination student movement
বাংলাদেশ
নিজস্ব সংবাদদাতা : কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গণমিছিল। শুক্রবার জুমার নমাজের পর বৃষ্টি উপেক্ষা করে সেই মিছিলে উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা। ঝাউতলা ছাতা মসজিদ থেকে গণমিছিল শুরু হয়। পরে তা পুলিশ লাইনস রেসকোর্স, শাসনগাছা এলাকা হয়ে আবার রেসকোর্স এলাকায় পৌঁছয়। ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আবু সাইদের রক্ত বৃথা যেতে পারে না’, ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার’, এমন স্লোগান তুলে চলে বিক্ষোভ।
একই ছবি দেখা গেল বরিশালেও। শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টির জেরে বরিশালের একাধিক এলাকা জলমগ্ন হয়ে যায়। এই পরিস্থিতিকে উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিতে অংশ নেন বরিশালের ব্রজমোহন কলেজের হাজারখানেক শিক্ষার্থী। মিছিল শেষে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে সমাবেশ করেন আন্দোলনকারীরা। ছাত্রহত্যার বিচার, ধৃত ছাত্রদের মুক্তি ও হয়রানি বন্ধ সহ ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তাঁরা। শিক্ষার্থীদের এই কর্মসূচির সময়ে শহরের বিভিন্ন স্থানে সতর্ক ছিল পুলিশ।