Terrorism has no place in Bangladesh. Bangladesh PM Sheikh Hasina said on National Mourning Day.
বাংলাদেশ
নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। জাতীয় শোক দিবসকে সামনে রেখে বাংলাদেশ কৃষক লিগের একটি অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জামায়াত ও শিবির আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। নিষিদ্ধ হওয়ার পরও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাবে তারা। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। এবং আমি দেশবাসীর সহযোগিতা কামনা করছি।’
আওয়ামী লিগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘আন্দোলন ধ্বংসস্তূপের রূপ নেওয়ার আগে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদের সঙ্গে সহনশীল আচরণ করেছে। তারা মিছিল করে যেখানে যেতে চেয়েছে, তাদের সেখানে যেতে দিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমেরিকায় যেভাবে মেরেধরে শিক্ষকদের রাস্তার ওপর ফেলে হ্যান্ডকাফ লাগিয়ে হার্ডলাইনে গিয়ে আন্দোলন দমন করেছিল, আমার সরকার সে পথে যায়নি এবং শক্তিও প্রয়োগ করেনি। বরং তাদের দাবি মেনে নিয়েছে। দেশব্যাপী মিথ্যা অপপ্রচার সমানে চালিয়ে যাওয়া হচ্ছে। আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব, সেটা তো কখনও হতে পারে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ বাংলাদেশে এতগুলো প্রাণ যে ঝরে গেল, এর দায় কার? একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায়, কিন্তু জীবন গেলে তো আর ফিরে পাওয়া যায় না।’