Special holiday” increased in Bangladesh
বাংলাদেশ
নিজস্ব সংবাদদাতা :কোটা আন্দোলনের জেরে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। কার্ফু জারি করায় গত দুইদিন ধরে বাংলাদেশে বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছিল, সেই ছুটি আরও একদিন বাড়ানো হয়েছে। ফলে মঙ্গলবারও সাধারণ ছুটি থাকবে। বিবিসি সূত্রে খবর, জনপ্রশাসন মন্ত্রকের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে কার্ফু জারি করা হয়েছিল। সেই ঘোষণার পর রবিবার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আন্দোলনের জেরে অশান্তি, হিংসতা এবং কার্ফুর কারণে গত কয়েকদিন ধরে সারা দেশে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত ধরনের প্রতিষ্ঠান বন্ধ রাখা রয়েছে। প্রসঙ্গত বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনে কার্যত আগুন জ্বলছে বাংলাদেশে।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে হিংসার জেরে ধরে সারা দেশে গ্রেফতার অভিযান শুরু হয়েছে।শুধুমাত্র রবিবারই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে অন্তত পাঁচশোর বেশি মানুষকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে বেশিরভাগই বিএনপির নেতাকর্মী বলে আদালত সুত্রে খবর। ঢাকার সিএমএম আদালত সূত্রে খবর, রবিবারে আটক ব্যক্তিদের সোমবার আদালতে পেশ করা হয়েছে। তাদেরকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।