Modi government has expressed concern over the arrest of Chinmay Krishna Das Brahmachari in Bangladesh
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশি সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদ ও জমায়েতকে বৈধতা দেওয়ার আবেদন জানানো হয়েছে। লিখিত ওই বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকার বেশ কিছুদিন থেকেই নজর করছে যে বাংলাদেশে হিন্দুদের পাশাপাশি সংখ্যালঘুদের ওপর একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর লুটপাট ও হিন্দুদের বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। যথেচ্ছ লুটপাট ও অন্যান্য অপরাধ ঘটেছে।
একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা চালানো হয়েছে। হিন্দুদের ওপর একাধিক আক্রমণের ঘটনার পর বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের পক্ষে মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস যখন শান্তির দাবিতে আন্দোলনে রাজপথে নেমেছেন সেই সময় তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয় মঙ্গলবার তার জামিন নাকচ করে দেওয়া হয়েছে। লাগাতার আক্রমণের ঘটনার পর যখন বাংলাদেশের সনাতনী হিন্দুরা জোট বদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে সেই বিক্ষোভের উপরেও আক্রমণের ঘটনা ঘটেছে। সর্বশেষ চিন্ময় কৃষ্ণ দাস কে যেভাবে গ্রেফতার করা হয়েছে এবং তার জামিন নাকচ করা হয়েছে এই ঘটনায় ভারত সরকার যথেষ্ট উদ্বিগ্ন বলে জানিয়ে দিয়েছে।