Due to the anti-quota movement in Bangladesh, traders are facing huge losses due to the stop of exports.
মালদা
মাধব কুমার মন্ডল ,সাংবাদিকভারত বাংলাদেশ সীমান্তের এই মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪০০ গাড়ি রপ্তানি হয়ে থাকে বাংলাদেশ। পিয়াজ সহ বিভিন্ন সবজি এবং পাথর রপ্তানি হয়। কিন্তু বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। এই অবস্থায় আন্তর্জাতিক এই সীমান্ত দিয়ে দুদিনের জন্য আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হলো। এই সীমান্ত দিয়েই প্রতিদিন প্রায় ১৬ কোটি টাকা আয় বৈদেশিক মুদ্রা লোকসান আর বাণিজ্যিক শুল্ক আই দু কোটি টাকা লোকসান ভারত সরকারের। যা এখন ক্ষতির মুখে।
এদিকে একদিকে যখন সীমান্ত দিয়ে রপ্তানি আমদানি বন্ধ সীমান্তে বহু গাড়ি দাঁড়িয়ে রয়েছে l
ভূপতি মন্ডল রপ্তানি কারক তিনি জানিয়েছে বাংলাদেশে যে ভাবে ছাত্র আন্দোলন হচ্ছে তাতে রাজনৈতিক রং লেগেছে বলে অভিযোগ। কাচামাল আদা রসুনের প্রায় ১৫০ টি গাড়ি পেট্রাপলে দাড়িয়ে আছে। পেঁয়াজের গাড়ি প্রায় ৮০টি দাড়িয়ে আছে। যেকারনে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
জানা গিয়েছে,মালদার মহদিপুর ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রশাসনের পক্ষ থেকেও হেল্প ডেক্স চালু করা হয়েছে।কড়া নজরদারি রয়েছে সীমান্তার সুরক্ষা বাহিনীর অফিসার ও জানোয়ারদের। পাশাপাশি বাংলাদেশ থেকে ফিরে আসা ভারতীয়দের নানান ভাবে সাহায্য করছেন এদেশের পুলিশ, প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী।