ISKCON organizer Chinmoy Krishna Das Brahmachari was arrested by the police in Bangladesh
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা। আজ সোমবার (২৫ নভেম্বর) ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হয়েছে।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক শুধু জানিয়েছেন, ইসকন সংগঠক চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে গ্রেফতার করা হয়েছে তা নিয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। চিন্ময় দাস ব্রহ্মচারীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছে হিন্দু সম্প্রদায়। রাজধানী ঢাকা, চট্টগ্রাম-সহ একাধিক এলাকায় রাজপথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।
হিন্দুদের উপরে দেশ জুড়ে চলা নির্যাতনের বিরুদ্ধে সবচেয়ে সরব ছিলেন ইসকনের সহ সম্পাদক তথা চট্টগ্রামের পুণ্ডরীকাক্ষ ধামের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। মুসলিম দাঙ্গাবাজদের হাত থেকে হিন্দুদের বাঁচাতে সনাতন জাগরণ মঞ্চ নামে এক নতুন সংগঠনও তৈরি করেছিলেন। গত মাস খানেক ধরেই দেশের বিভিন্ন জায়গায় ওই সংগঠনের ব্যানারে সমাবেশ চলছে। আর ওই সমাবেশে লক্ষ-লক্ষ হিন্দুর উপস্থিতি মোল্লা মুহাম্মদ ইউনূসের রাতের ঘুম কেড়ে নিয়েছে। গত অক্টোবরেই জাতীয় পতাকা অবমাননার দায়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ বিভিন্ন হিন্দু সংগঠনের ১৯ নেতার নামে দায়ের হয় রাষ্ট্রদ্রোহ মামলা। দুজনকে গ্রেফতার করা হয়।