The army chief announced the formation of the interim government in Bangladesh
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ছে সেনা। সোমবার দুপুরে ঘোষণা করলেন সে দেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
এদিন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।” উন্মত্ত জনতার উদ্দেশে তাঁর অনুরোধ, “দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখুন। আপনারা আমার উপর আস্থা রাখেন, একসঙ্গে কাজ করি। দয়া করে সাহায্য করুন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।” সেনাপ্রধান আরও বলেন, “বিএনপি, জাতীয় পার্টি ও জামাত-ই-ইসলামির সঙ্গে বৈঠক হয়েছে। বঙ্গবভনে গিয়ে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।”
সেনাপ্রধান জানালেন, সোমবারই সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন তাঁরা। কারণ তাঁদের হাতে নষ্ট করার মতো সময় নেই। সেনাপ্রধান বলেন, ‘‘সোমবারই অন্তর্বর্তী সরকার গঠন করে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব আমরা।’’ বাংলাদেশের জনতাকে সেনাপ্রধান বললেন, ‘‘আপনাদের সবার দায়িত্ব সেনাবাহিনীকে সাহায্য করা। তা হলে আমরা এই পরিস্থিতি সহজে নিয়ন্ত্রণে আনতে পারব।’’